Header AD

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (TMED) প্রশ্ন ও সমাধান-২০২১

পদের নাম: অফিস সহায়ক
সময়: ৬০ মিনিট তারিখ: ১১ জুন ২০২১ পূর্ণমান: ৪০

০১। ‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি’ – কোন বাক্যের উদাহরণ?
(ক) যৌগিক বাক্য (খ) জটিল বাক্য
(গ) সরল বাক্য (ঘ) মিশ্র বাক্য

উ. গ

০২‘অহ্ন’ শব্দের বিপরীত শব্দ-
(ক) অপর (খ) রাত্রি
(গ) সূর্য (ঘ) গতি

উ. খ


০৩‘দ্বৈপায়ন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) দ্বীপ + অয়ন (খ) দ্বিপ + অনট
(গ) দ্বীপ + অনট (ঘ) দ্বীপ + আয়ন

উ. ক


০৪। ‘পরশ্ব’ শব্দটির অর্থ কি?
(ক) পরশু (খ) পরের ধন
(গ) কোকিল (ঘ) পার্শ্ববর্তী

উ. ক


০৫‘মনপুরা ৭০’ কি?
(ক) একটি উপন্যাসের নাম (খ) একটি চিত্রশিল্প
(গ) একটি চলচ্চিত্রের নাম (ঘ) একটি উপজেলা

উ. খ


০৬‘বাংলাদেশ’ কবিতাটির রচিয়তা কে?
(ক) শামসুর রহমান (খ) অমিয় চক্রবর্তী
(গ) সুফিয়া কামাল (ঘ) কোনটিই নয়

উ. খ


০৭। কোনটি সঠিক বানান?
(ক) নিশীথিনী (খ) নিশিথিনি
(গ) নিশিথিনী (ঘ) নীশিথিনী

উ. ক


০৮। ‘কপোত’ শব্দটির সঠিক অর্থ কোনটি?
(ক) বক (খ) ময়ূর
(গ) কবুতর (ঘ) কোকিল

উ. গ


০৯। ‘ভূত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
(ক) সন্ন্যাসী (খ) স্বল্পভাষী
(গ) ভবিষ্যৎ (ঘ) প্রজা

উ. গ


১০। ‘কাজটি ভালো দেখায় না’ এ বাক্যে ‘দেখায়’ ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ?
(ক) মৌলিক ধাতুর (খ) কর্মবাচ্যের ধাতুর
(গ) নাম ধাতুর (ঘ) প্রযোজক ধাতুর

উ. খ


১১। ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) বাংলাদেশ স্বপ্ন দেখে (খ) বন্দী শিবির থেকে
(গ) বিধ্বস্ত নীলিমা (ঘ) নিজ বাসভূমি

উ. খ


১২। ‘মৈনাক’ ছদ্মনামে কে কবিতা লিখতেন?
(ক) শামসুর রহমান (খ) সত্যেন্দ্রনাথ দত্ত
(গ) সুকুমার রায় (ঘ) বুদ্ধদেব বসু

উ. ক


১৩। ‘গরীয়ান’ শব্দটির স্ত্রীবাচক শব্দ কোনটি?
(ক) গরিয়সী (খ) গরিয়াসী
(গ) গরিয়নি (ঘ) গরিয়ানি

উ. ক


১৪। ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ কি?
(ক) তীরে পৌছানোর ঝক্কি (খ) সঞ্চয়ের প্রবৃত্তি
(গ) মুমূর্ষু অবস্থা (ঘ) আসন্ন বিপদ

উ. খ


১৫। মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত কোনটি?
(ক) ঘর থেকে ছাড়া – ঘরছাড়া
(খ) অরুণের মতো রাঙা – অরুণরাঙা
(গ) ক্ষণ ব্যাপিয়া স্থায়ী – ক্ষণস্থায়ী
(ঘ) হাসি মাখা মুখ – হাসিমুখ

উ. ঘ

15। শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফায়, ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত টাকা?
(ক) ৩৯ টাকা (খ) ৪৫ টাকা
(গ) ২৭০ টাকা (ঘ) ২৭৩ টাকা

উ. ঘ


16। টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে লাভের হার কত?
(ক) ১৫% (খ) ২০%
(গ) ২৫% (ঘ) ৩০%

উ. খ


17। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্ত যথাক্রমে ৩০ মিটার ও ২০ মিটার। বাগানটির চারদিকে যদি ৫ মিটার চওড়া রাস্তা থাকে তবে রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
(ক) ৩০০ বর্গমিটার (খ) ৪০০ বর্গমিটার
(গ) ৫০০ বর্গমিটার (ঘ) ৬০০ বর্গমিটার

উ. ঘ


18। একটি দ্রব্য ২০০ টাকায় ক্রয় করে ১৮০ টাকায় বিক্রয় করলে শতকরা ক্ষতি কত?
(ক) ২০% (খ) ১০%
(গ) ৩০% (ঘ) ৪০%

উ. খ


19। কে চন্দ্রে পা রাখেন নি?
(ক) নীল আর্মস্টং (খ) এডুইন অলড্রিন
(গ) মাইকেল কলিন্স (ঘ) সকলে পা রেখেছেন

উ. গ


20। ওয়াটার গেট কি?
(ক) জল প্রপাত (খ) বাণিজ্যিক ভবন
(গ) পাকিস্তানের নদী (ঘ) কোনটিই নয়

উ. খ


21। মোবাইল ফোনের জনক কে?
(ক) স্টিভ জবস (খ) আলফ্রেড নোবেল
(গ) মার্টিন কুপার (ঘ) জন ডাল্টন

উ. গ


22। ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
(ক) যকৃত (খ) থাইরয়েড
(গ) অগ্নাশয় (ঘ) পিটুইটারি গ্রন্থি

উ. গ


23। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৮২১ (খ) ১৯২১
(গ) ১৯০০ (ঘ) কোনোটিই নয়

উ. খ


24। মজনু শাহ কে ছিলেন?
(ক) ফকির বিদ্রোহের নেতা (খ) রংপুরের কৃষক বিদ্রোহের নেতা
(গ) তেভাগা আন্দোলনের নেতা (ঘ) ৩নং সেক্টর কমান্ডার

উ. ক

25। কোনটি ফিলিস্তিন শহর নয়?
(ক) রামাল্লা (খ) নাবলুস
(গ) বেথেলহেম (ঘ)

সবগুলো উ.
ব্যাখ্যা: সবগুলো ফিলিস্তিনের শহর।


26। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি?
(ক) ভোলা (খ) মহেশখালি
(গ) কুতুবদিয়া (ঘ) নিঝুম দ্বীপ

উ. খ


27। বেলিজের পূর্বনাম কি?
(ক) লালা শিলসিলা (খ) ব্রিটিশ হুড়রাস
(গ) তিরিশো গ্রান্ড (ঘ) কোনোটিই নয়

উ. খ


28। রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল কোনটি?
(ক) নাৎসী পার্টি (খ) রুশ সমাজতান্ত্রিক দল
(গ) বলশেভিক পার্টি (ঘ) রুশ রেভুল্যুশন ফ্রন্ট

উ. গ


29। WHO (World Health Organization) এর সদর দপ্তর কোনটি?
(ক) জেনেভা (খ) প্যারিস
(গ) নিউইয়র্ক (ঘ) লন্ডন

উ. ক


30। বাংলাদেশের কেন্দ্রিয় ব্যাংকের নাম কি?
(ক) জনতা ব্যাংক (খ) বাংলাদেশ ব্যাংক
(গ) রিজার্ভ ব্যাংক (ঘ) সোনালী ব্যাংক

উ. খ


31। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় জন্মগ্রহণ করেন?
(ক) সিরাজগঞ্জ (খ) টাঙ্গাইল
(গ) ঢাকা (ঘ) কুমিল্লা

উ. ক


32। ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম কী?
(ক) ভলগা (খ) টেমস
(গ) দানিয়ুর (ঘ) কোনোটিই নয়

উ. ক


33। বাংলাদেশে প্রথম চা উৎপাদন শুরু হয় কবে?
(ক) ১৮৪০ (খ) ১৮৫০
(গ) ১৯০৬ (ঘ) ১৮৮৭

উ. ক

34। একটি ক্লাসে ৬৪০ জন ছাত্রছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত?
(ক) ২৫৬ জন (খ) ৩৮৪ জন
(গ) ৪২০ জন (ঘ) ৪৮৬ জন

উ. খ


35। কোন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ১০ সে.মি.। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
(ক) ৪০ সে.মি. (খ) ১০০ সে.মি.
(গ) ৪০ বর্গ সে.মি. (ঘ) ১০০ বর্গ সে.মি.

উ. ঘ

36। একটি ক্লাসে ৬৪০ জন ছাত্রছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত?
(ক) ২৫৬ জন (খ) ৩৮৪ জন
(গ) ৪২০ জন (ঘ) ৪৮৬ জন

উ. খ

37। কোন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ১০ সে.মি.। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
(ক) ৪০ সে.মি. (খ) ১০০ সে.মি.
(গ) ৪০ বর্গ সে.মি. (ঘ) ১০০ বর্গ সে.মি.

উ. ঘ

৩৭। ১০% মুনাফায় ১০০ টাকায় ২ বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত?
(ক) ২২ টাকা (খ) ২১ টাকা
(গ) ২০ টাকা (ঘ) ২০.৫ টাকা

উ. খ


৩৮। ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
(ক) ৩১৪৭ (খ) ২২৮৭
(গ) ২৯৮৭ (ঘ) ২১৮৭

উ. ঘ


৩৯। দুটি সংখ্যার গুণফল ৩,৩৮০ এবং গ.সা.গু ১৩। সংখ্যা দুটির ল.সা.গু কত?
(ক) ২৬০ (খ) ৭৮০
(গ) ১৩০ (ঘ) ৪৯০

উ. ক


৪০। একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
(ক) ১৬ (খ) ১৭
(গ) ১৮ (ঘ) ২৪

উ. গ


৪১। ১ + ২ + ৩ + ৪ +……….. + ১৯ = কত?
(ক) ১৮০ (খ) ১৮৪
(গ) ১৮৮ (ঘ) ১৯০

উ. ঘ

আপনি যদি এই ব্লক পোস্টটি পছন্দ করেন, তাহলে শেয়ার করুন প্রিয় বন্দুর কাছে ও কোন কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন । আপনি নতুন কিছু তথ্য পেতে আমাদের Facebook page এবং LinkedIn এ যুক্ত হতে পারেন। এবং আমাদের YouTube Channel সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের সাথে থাকার জন্য ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখতে পারেন। ধন্যবাদ

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

Followers

Youtube Channel Image
Mr Sharif Academy Subscribe for More Resources Tutorials
Subscribe