Header AD

স্মার্ট বাংলাদেশ (Smart Bangladesh) নিয়ে অনুচ্ছেদ (Paragraph) লিখুন


স্মার্ট বাংলাদেশ (Smart Bangladesh) - নিয়ে অনুচ্ছেদ (Paragraph) লিখুন । যা অনেক চাকুরীর পরিক্ষায় আসে।

'স্মার্ট বাংলাদেশ'


ডিজিটাল বাংলাদেশ ভিশন-২০২১ বাস্তবায়নের পর এবার নতুন মিশন 'স্মার্ট বাংলাদেশ'। মূলত, "রূপকল্প ২০৪১'-এর অভীষ্ট অর্জন দ্রুততর করতেই 'স্মার্ট বাংলাদেশ' রূপকল্প প্রণয়ন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ পরিকল্পনা বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতির দেশ এবং একটি উদ্ভাবনী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে। স্মার্ট বাংলাদেশ এর ভিত্তি মূলত ৪টি। যথা- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। 'স্মার্ট বাংলাদেশ' হলো এমন এক আধুনিক বাংলাদেশ যেখানে সবকিছু প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশের মূল লক্ষ্য হলো, আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংস (IoT), রোবটিকস, ব্লকচেইন, ন্যানো টেকনোলজি, থ্রি-ডি প্রিন্টিং এর মতো আধুনিক ও নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের

মাধ্যমে জ্বালানি, যোগাযোগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাণিজ্য,

পরিবেশ, শক্তি ও সম্পদ, অবকাঠামো, বাণিজ্য, আর্থিক লেনদেন, সাপ্লাই চেইন, নিরাপত্তা, এন্টারপ্রেনারশিপ, কমিউনিটিসহ নানা খাত অধিকতর দক্ষতার দ্বারা পরিচালনা করা হবে। অনলাইনে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এক শিক্ষার্থী, এক ল্যাপটপ, এক স্বপ্নের উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে। এর আওতায় সব ডিজিটাল সেবা কেন্দ্রীয়ভাবে সমন্বিত ক্লাউডের আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের নাম পরিবর্তন করে 'স্মার্ট বাংলাদেশ

ক্রেডিট: জর্জ সিরিজ

#অনুচ্ছেদ, #টীকা_লিখুন #ShortEssay #Paragraph #
SmartBangladesh #স্মার্ট বাংলাদেশ

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

Followers

Youtube Channel Image
Mr Sharif Academy Subscribe for More Resources Tutorials
Subscribe